শিরোনাম |
নড়াইলের নড়াগাতী থানায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আজিজুর রহমান (৩৫) নামে সদ্য বিবাহিত একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর একটার দিকে জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ জুন) নড়াগাতী থানার কামসিয়া এলাকায় বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি প্রায় তিন মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন।
সোমবার দুপুর একটার দিকে আজিজুর শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।
এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।