শিরোনাম |
যশোর এমএম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিভাগের ২০৯ নম্বর কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কাদের। স্বাগত বক্তৃতা করেন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক নিতিশ চন্দ্র কর্মকার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক আখতার হোসেন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সভাপতি হাসান ইমাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলাম রিমন।
আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার মুখপত্র ফাহিম আল ফাত্তাহ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন সাবিহা জামান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষকদের সঙ্গে তোলা হয় বিদায়ী ছবি।