শিরোনাম |
❒ ফেসবুক ম্যাসেঞ্জারে পরিচয়, প্রতারক আটক
ফেসবুক ম্যাসেঞ্জারে পরিচয়ের সূত্র ধরে ৮৪ লাখ টাকার লটারি জিতিয়ে দেয়ার নামে এক যুবকের কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। আর ঘটনায় জড়িত চক্রের রনি ইসলাম নামে একজনকে নীলফামারী থেকে আটক করেছে যশোর ডিবি। ১৪ জুন রাতে তার বসত বাড়ি থেকে আটক করা হয়।
থাইল্যান্ডের লটারি জিতিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ এই নগদ অর্থ হাতিয়ে নেয় ওই চক্রটি।
তথ্য মিলেছে, সুজন ইসলাম নামে এক সৌদি প্রবাসীর সাথে ৪/৫ মাস আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে প্রতারকদের পরিচয় হয়। একপর্যায়ে তার সাথে প্রতারকদের ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং সে তাদের বিশ্বাস করতে থাকে। এরই মাঝে প্রতারক চক্রটি সুজনকে থ্যাইল্যান্ডের একটি বড় লটারি জেতার বিষয় প্রলোভন দেখাতে থাকে। তারা বলে, তাদের সাথে যোগাযোগ করলে লটারির প্রথম প্রাইজ ৮৪ লাখ টাকা তাকে পাইয়ে দেবে। ওই টাকার ভ্যাট বাবদ তাকে অগ্রিম দশ লক্ষ টাকা দিতে হবে। আর তার কাছ থেকে থাইল্যান্ডের লটারিতে ৮০ লাখ টাকা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় গত শুক্রবার তার শ্বশুর সদর উপজেলার কনেজপুর গ্রামের বিল্লাল হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন।
বড় টাকার প্রলোভনে পড়ে সুজন ইসলাম তার শ্বশুর বিল্লাল হোসেনের মাধ্যমে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে মোট ৮ লাখ ৮২ হাজার ৫শ’ টাকা পাঠান। আরও টাকা দাবি করা হলে তাদের সন্দেহ হয় এবং প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এদিকে মামলার পর তদন্তে নামে জেলা ডিবি। এসআই শিবু মন্ডল, এসআই বিপ্লব ১৪ জুন রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামে বসত বাড়ি থেকে রনি ইসলামকে আটক করা হয়।