শিরোনাম |
❒ ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা:
ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্রের কারণে দেশটির রাজধানী তেল আবিবসহ মধ্য ও উত্তরাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রয়েছে এবং হামলা প্রতিহত করতে কাজ করছে।
আইডিএফ-এর হোম ফ্রন্ট কমান্ড জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনার কথা মাথায় রেখে হাইফা, সিজারিয়া, তেল আবিব, আশদোদ, আশকেলনসহ আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন...
যশোর আরবপুরবাসীর প্রশ্ন-" ডালিম তুমি কার?" চলছে তোলপাড়
হতদরিদ্রের জীবীকার উপর গর্জে ওঠলো স্কেভেটর
ঘোপ বউ বাজারের জটিলতার অবসান বাড়তি খাজনা আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি
উত্তরাঞ্চলের হাইফা ও সিজারিয়া শহরে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গেই ইসরায়েলি সেনাবাহিনী পাল্টা প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেয়। যদিও এই হামলায় এখন পর্যন্ত কোনো বিস্ফোরণ বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হোম ফ্রন্ট কমান্ড, তারপরও জনগণকে সতর্ক থাকতে এবং সব ধরনের সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, সর্বশেষ হামলায় কোনো হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে এবং জরুরি প্রয়োজনে প্রস্তুত রয়েছে।
এর আগে গত রাতে পেতাহ তিকভা, হাইফা ও বনে ব্রাক শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হন। তারও আগের দিন বত ইয়াম এলাকায় নয়জন এবং তামরা শহরে চারজনের প্রাণহানির ঘটনা ঘটে। এসব ঘটনার প্রেক্ষিতে আইডিএফ সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে।