শিরোনাম |
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইসরায়েলে বসবাসরত চীনা নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা জারি করেছে চীনের দূতাবাস। আজ মঙ্গলবার (১৭ জুন) ইসরায়েলস্থ চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, সেখানকার চীনা নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ দেশটি ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
চীনা দূতাবাস তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানায়, “ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে ভূমিপথে সীমান্ত পার হয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ছেড়ে যেতে হবে।”
আরও পড়ুন...
ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী
যশোর আরবপুরবাসীর প্রশ্ন-" ডালিম তুমি কার?" চলছে তোলপাড়
বিবৃতিতে আরও বলা হয়, “জর্ডানের দিক দিয়ে দেশত্যাগ করাই এই মুহূর্তে সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায় হবে।”
দূতাবাসের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত দ্রুতই আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
চীনা দূতাবাসের বিবৃতিতে সতর্ক করে বলা হয়, “বিভিন্ন বেসামরিক অবকাঠামো ইতিমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক মানুষের হতাহতের সংখ্যাও বাড়ছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল ও অস্থিতিশীল হয়ে উঠছে।”
এ পরিস্থিতিতে চীনের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।