gramerkagoj
শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম পাশাপাশি দাফন করা হলো হামলায় নিহত পিতা-পুত্রকে আবারও গণতন্ত্র রুদ্ধ করার অপচেষ্টা চলছে: অমিত অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট, আমন চারা সংকটের শংকায় কৃষক কেশবপুরে জলাবদ্ধতায় বাধ্য হয়েই কাটা হচ্ছে অপরিপক্ক পাট জামায়াতের মহাসমাবেশ সফল করতে মোরেলগঞ্জে লঞ্চযোগে কর্মীদের ঢল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু সভাপতি ও রাজ্জাক সম্পাদক নির্বাচিত ঢাকায় জামায়াতের সমাবেশে অংশ নিতে রাজশাহীতে বিশেষ ট্রেন গাইবান্ধায় ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন: সাঁকোয়া ব্রিজ এলাকায় বাস্তবায়নের আহ্বান আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী আটক রাজাপুরে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

❒ ইরান-ইসরায়েল সংঘাত

তেহরানবাসীকে সতর্ক করলেন ট্রাম্প
প্রকাশ : মঙ্গলবার, ১৭ জুন , ২০২৫, ১০:৪৪:০০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-06-17_6850f2ca31e6c.jpg


ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পঞ্চম দিনে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি তেহরানবাসীদের দ্রুত শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি হুঁশিয়ার করে বলেন, ‘ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।’

ট্রাম্প লেখেন, ‘আমি আগেও বলেছিলাম, ইরানকে সেই চুক্তিতে সই করানো এক ভয়ংকর ভুল ছিল। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছে। আমি আবারও স্পষ্ট করে বলছি—ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।’

আরও পড়ুন...

ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী

দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা


তিনি আরও বলেন, ‘এখনই তেহরান ছাড়ো—এটাই সঠিক সময়।’

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ‘আমেরিকা ফার্স্ট’ শুধু একটি স্লোগান নয়, বরং এর অন্তর্নিহিত অর্থ অনেক গভীর। তার মতে, এই নীতির গুরুত্বপূর্ণ দিক হলো ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিতে রূপান্তরিত হতে না দেওয়া। তিনি লেখেন, ‘আমেরিকাকে আবার মহান করো!’

সংঘাতময় পরিস্থিতিতে ট্রাম্পের কার্যক্রম নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক্স (সাবেক টুইটার)-এ জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নৈশভোজ শেষে রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সোমবার এক বিবৃতিতে বলেন, ‘তেহরানে যারা সরকারি বা সামরিক স্থাপনার পাশে বাস করছেন, তাদের অবিলম্বে স্থান ত্যাগ করা উচিত।’ তিনি জানান, এসব স্থাপনাগুলো ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হতে পারে, তবে সাধারণ নাগরিকদের ক্ষতি করার ইচ্ছা তাদের নেই।

ইসরায়েলি সেনাবাহিনী একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে তেহরানের প্রায় ৩০ বর্গকিলোমিটার এলাকার কথা উল্লেখ করা হয়েছে। এই এলাকাগুলোতে কয়েক লাখ মানুষের বসবাস এবং অঞ্চলটি সরাসরি হুমকির আওতায় পড়েছে বলে জানানো হয়।

আরও খবর

🔝