শিরোনাম |
❒ ১,৫০০ কিমি দূরত্বে হামলার সক্ষমতা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স তাদের নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। সোমবার (১৬ জুন) এই ড্রোনটি প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়। খবরটি নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘শাহেদ-১০৭’ মূলত শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আত্মঘাতী মিশনে ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি একটি পিস্টন ইঞ্জিনচালিত ড্রোন, যার ফলে এটি ১,৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়ে গিয়ে হামলা চালাতে সক্ষম।
আরও পড়ুন...
শ্যামনগরে বন্দুকসহ দুই জলদস্যু আটক
সম্প্রতি প্রকাশিত কিছু উপগ্রহচিত্র ও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, শাহেদ-১০৭-এর মতো দেখতে একটি ইরানি ড্রোন ইসরায়েল অধিকৃত অঞ্চলের গভীরে ঢুকে ‘অ্যারো-৩’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে পৌঁছে গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইঙ্গিত দেয় যে নতুন এই ড্রোন ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম।
সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি ‘শাহেদ-১০৭’ দলগত আকারে, অর্থাৎ একযোগে একাধিক ড্রোনের মাধ্যমে ব্যবহৃত হয়, তবে তা ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা প্রযুক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এই ড্রোনের উন্নয়ন এবং সক্ষমতা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।