শিরোনাম |
ইসরায়েলের বিরুদ্ধে নবম দফায় হামলা শুরু করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি ও অন্যান্য গণমাধ্যমের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের এক মুখপাত্র বলেছেন, এই হামলা রাতভর চলবে এবং ভোর পর্যন্ত গড়াবে।
আরও পড়ুন...
ইরানের নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন
ইসরায়েল ছাড়তে চীনা নাগরিকদের নির্দেশ বেইজিংয়ের
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলার ফলে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সংকেত (সাইরেন) বেজে উঠেছে এবং সাধারণ নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।
এদিকে, ইরানের ধারাবাহিক হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত ইসরায়েলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।