
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, এমন কিছু নেই বিএনপি-জামায়াত করতে পারে না। এই চক্র সব সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। পেঁয়াজের পর এবার তারা চালের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, একটা মহল সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছে। এরা কারা আমরা সবাই জানি। চিহ্নিত এই মহলকে ছাড়া যাবে না। এদেরই কোনো রাজনীতি নেই। এরা নিজেদের ব্যবসার স্বার্থে এক হয়ে যায়। মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করে। বাণিজ্য, কৃষি, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, পেঁয়াজের মূল বৃদ্ধির পর যখন প্রধানমন্ত্রী কার্গো বিমানে পেঁয়াজ আমদানির ঘোষণা দিলেন, তখন হুট করে দাম কমা শুরু হলো। আবার অনেক জায়গায় বস্তায় বস্তায় নষ্ট পেঁয়াজ নদীতে ফেলে দেওয় হলো। এ থেকেই বোঝা যায় পেঁয়াজ নিয়ে চক্রান্ত হয়েছে।