gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শশা দিয়ে সুন্দর ও সতেজ করে তুলুন চোখ
প্রকাশ : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ১১:৫৪:০০ এ এম , আপডেট : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৩:১৯:৩৬ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-16_661e033019632.jpg

চোখের যত্নে শসার কোনো জুড়ি নেই। এই শসাতে ৯০ শতাংশের বেশিই পানি থাকে। ত্বকের জন্য যা খুবই ভালো। ত্বক আর্দ্র রাখে। এতে পানির পরিমাণ বেশি থাকায় চোখের শুষ্ক ভাব দূর করে। চোখের ক্লান্তি দূর করতে এবং সতেজ ভাব আনতে সাহায্য করে শসা। তাইতো চোখের যত্নে অন্যতম কার্যকর উপাদান হিসেবে মনে করা হয় শসাকে।
চোখের ফোলাভাব বা ডার্ক সার্কেল সারাতে শশা এত ভাল কাজ করে যে বাড়িতে তো বটেই পার্লার বা সালোঁতেও চোখের যত্ন নিতে শশা ব্যবহার করা হয়। শশা ক্লান্তি দূর করে, কালচে দাগছোপ মুছে চোখের আশেপাশে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। ঘরোয়া উপায় এই সব পদ্ধতি অবলম্বন করলেই সহজেই মিলবে ঝকঝকে ত্বক।
• চোখের তলায় কালি পড়েছে? অল্প শশার রস নিন। আস্তে আস্তে চোখের তলার লাগিয়ে রাখুন। কিছুক্ষণ রাখার পর ধুয়ে ফেলুন। নিয়মিত শশার রস লাগালে কালো দাগ দূর হবে।
• চোখের ফোলা ভাব দূর করতে চোখের উপর পাতলা শশার টুকরো রাখুন। শশায় থাকা অ্যাসরবিক অ্যাসিড চোখের ফোলা ভাব দূর করতে সাহায্য করে।
• মেচেতার দাগ দূর করতে শশার রসের জুড়ি মেলা ভার।
• ব্রণ-র দাগ দূর করে শশার রস।
• ডাবের পািুনর সঙ্গে শশার রস মিশিয়ে লাগালে মিলবে উজ্জ্বল ত্বক।
• হাতে মুখে শশার রস লাগিয়ে রাখুন। তার পর ধুয়ে ফেলুন। নিয়মিত করলে মিলবে ঝকঝকে ত্বক।
• সূর্যের আলোয় ত্বক পুড়ে গিয়ে লাল হয়ে গেলে শশার রস লাগালে উপশম মিলবে।
• শশার রস টোনারেরও কাজ করে। লেবুর রস, অ্যালোভেরা, মধু, শশার রস, ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক বানিয়ে নিয়মিত লাগালে মিলবে ঝকঝকে ত্বক।
• মাথার চুল থেকে পায়ের নখ, রূপটানে আদা
কি ব্যাপার, দেরি করছেন কেন? আর দেরি নয়, এখনই মুখে হাতে লাগান শশার রস আর চোখের উপর রাখুন পাতলা শশার টুকরো।

আরও খবর

🔝