gramerkagoj
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪ ১৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চারিদিকি জাদু!
প্রকাশ : শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৯:৫৩:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-03-29_6606e41e99e1c.jpg

আমাগের লুকমান ভাই’র দুকানে চা খাতি আইসে সব মজমা বসায়েচে। মজমার বিষয় হচ্চে জাদু। একন নাই চারিদিকি জাদু চইলতেচে। এই নিয়ে সব গল্প উসাইলো। আমি এট্টু শুনার জন্যি গুটিগুটি পায় আইগোয় গেলাম। একজন কলে পৃতিবীর সব চাইতি বড় জাদুঘর হইলো বিউটি পাল্লার। সবাই কলে ক্যান, পাল্লারে আবার কি জাদু হয়? সে কলে পাল্লারে ঢোকে একজন বাইরোয় আরাক জন। সগ্গলি হাইসে কুটিকুটি। আমি এট্টু গলা চড়ায় কলাম ঢোকে একজন বাইরোয় আরাকজন, এরমদ্দি জাদুডা কনে। ম্যা’ভাই কলে সাধে কি আর লোকে তোরে জ্ঞানের বহর খাটো কয়? আরে বিটা পাল্লারে যারা সাজদি যায়, তাইগের আটা ময়দা মাকায় ইরাম কইরে দেয় মজ্জিনাও হইয়ে যায় ক্যাটরিনা! চিনার জো থাকে না! এর চাইতি বড় যাদু আর কনে পাচ্চিস?
ইডা আর কি জাদু তার চাইতি বড় জাদু হচ্চে ভোটের সুমায়। সবাই কান খাড়া কইরেচে সলেমান ম্যা’ভাই কি কয় তা শুনার জন্যি। একজন কলে বিষয়ডার বিচি ভাইঙ্গে দেও যাতে বুজদি যুইত হয়। সলেমান ম্যা’ভাই কলে সারাজীবন যারে বাটি চালোক দিয়েও তলাশ কইরে পাবানা শুদু যদি ঘোষনা আসে ভোটের তারিক পইড়েচে দেকপা কনতে কিডা আইসে হাজির। কুলাকুলি, জড়াজড়ি, সালাম কালাম ভালোমন্দ জিজ্ঞেস করা করির কোন শেষ নেই। যেই ভোট শেষ যে পাশ করে স্যাও বদলায় যায় আর যারা ফেল করে তারা আবার তারা উধাও। ফেত্তে ভোট আসুক তারাও ময়দানে হাজির। এইটুক কইয়েই সলেমান ম্যা’ভাই কলে আমার কতা যদি বিশ্বেস না হয় দুডো দিন অপেক্কা করো। সুমকি উপজিলা ভোট আইসতেচে, দেইকেনে যুগি যুগি যিরাম অবতাররা অবতীন্ন হন সিরাম ভোটের ক্যান্ডিডেট কিরাম অবতীন্ন হয়। চ্যাঙ ব্যাঙ খইলসে উজোতি কেউই বাকি থাকপেন্না। সব ভোটের জাদু। এই কতা শুইনে সব নিকচোয় আর বাচে না।
এরমদ্দি আমাগের ভাটু চা খাইয়ে টাকা না দিয়ে গুড়ি মাইরে চইলে যাচ্চিল। ইরাম সুমায় লুকমান ভাই তারে দেকায় কলে, এ আর কি জাদু তার চাইতি বড় জাদুতো হয় আমার দুকানে। সগ্গলি হা কইরে পইড়েচে চা’র দুকানে আবার কিসির জাদু। লুকমান ভাই কলে, আমি বাকি দিলিই কাস্টমার উধাও, এর চাইতি আর বড় যাদু কি হতি পারে? আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝