gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
গৃহবধূকে অপরণের পর ধর্ষণের অভিযোগে মামলা
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০৯:৩৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-17_661fed749e4f4.jpg

যশোরে একজন গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে তিনজনকে। ধর্ষণের শিকার ওই নারীর স্বামী প্রথমে আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে পরবর্তীতে মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় এ মামলা রেকর্ড করা হয়েছে।
মামলার আসামিরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার তারাইল গ্রামের তাজিম হোসেন, মনিরুল ইসলাম ও সাজিম হোসেন সাজু। তারা বর্তমানে চট্টগ্রামের পূর্ব বাকলিয়া গ্রামে বসবাস করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা বাদীর দুঃসম্পর্কের আত্মীয়। সেই সুবাধে তাদের সাথে সুসম্পর্ক ছিলো। গত বছরের ৭ জুলাই প্রতিবেশী রুবির মাধ্যমে বাদীর স্ত্রীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যান তাজিম। সেখানে চেতনানাশক খাইয়ে একটি ঘরে আটকে অন্য আসামিদের সহযোগিতায় ধর্ষণ করেন। ওই ধর্ষণের চিত্র ধারণ করে তা দেখিয়ে দফায় দফায় ধর্ষণ করেন। একপর্যায়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। অন্যথায় ওই ভিডিও সামাজিক যোযোগমাধ্যমে প্রকাশের হুমকি দেন। এরমাঝেই গত বছরের ১৪ জুলাই কৌশলে বাদীর স্ত্রী যশোরে চলে এস সবিস্তার বর্ণনা করেন স্বামীর কাছে।
স্বামী ঘটনার প্রতিবাদ করলে আসামিরা ফের গত ৯ নভেম্বর তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যান। পরবর্তীতে একইভাবে ধর্ষণ করেন ও পাঁচ লাখ টাকা দাবি করে ফেসবুকে ভিডিও প্রকাশের হুমকি দেন। সর্বশেষ গত ২২ মার্চ আসামিরা যশোরে এসে ওই টাকার জন্য নানা ধরনের হুমকি দেন।
এ বিষয়ে আদালতে মামলা করেন বাদী। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

আরও খবর

🔝