gramerkagoj
শুক্রবার ● ১০ মে ২০২৪ ২৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
স্ত্রীর মুখে কীটনাশক ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ
প্রকাশ : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ১০:০০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১০ মে , ২০২৪, ১০:৩৪:০১ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-04-27_662d212d11cc1.jpg

দ্বিতীয় বিয়ে মেনে না দেয়ায় ফেরদৌসি খাতুন (৩৫) নামে একজনকে মারপিট করে মুখে কীটনাশক ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তিনি যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের ইমান আলীর মেয়ে। আশংকাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিতা ইমান আলী জানান, ১৮ বছর আগে শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে আমির হোসেন মনিরের সাথে পারিবারিকভাবে তার মেয়ে ফেরদৌসী খাতুনের বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর শ্বশুর বাড়ির লোকজন জামাতাকে সরকারি চাকরি পাইয়ে দেন। চাকুরি সূত্রে মেয়ে ও জামাতা ঢাকাতে বসবাস করেন। তাদের ৩টি সন্তান রয়েছে।
তিনি অভিযোগ করেন, সাত মাস আগে আমির হোসেন মনির প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন। মঙ্গলবার ফেরদৌসী দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিতে স্বামী আমির হোসেনকে অনুরোধ করেন। এসময় আমির ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে মুখে কীটনাশক ডেলে দেন। পরে তাদের ১৪ বছর বয়সী মেয়ে মাশরুপা জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চায়। পুলিশ স্থানীয়দের মাধ্যমে ফেরদৌসীকে উদ্ধার করে ঢাকা উত্তরার দক্ষিণখান আজমপুরে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের লোকজন পরে তাকে যশোরে এনে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আমির হোসেন মনির জানান, তিনি স্ত্রীকে মাত্র একটা চড় মেরেছেন। মরাপিট করে মুখে কীটনাশক ঢেলে তাকে হত্যা চেষ্টা করার অভিযোগ সঠিক নয়।

 

আরও খবর

🔝