gramerkagoj
বুধবার ● ১ মে ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভগবতিপুর গ্রামে ডাকাতির অভিযোগে মামলা
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০৮:২৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-17_661fdd068aa68.jpg

যশোর সদর উপজেলার ভগবতিপুর গ্রামের রিকাত আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় আট জনসহ অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনার ছয়মাস পর বুধবার রিকাত আলীর স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলেন ভগবতিপুর গ্রামের লাবলু, রোস্তম আলী, আসাদুল, আসাদ, কালাম মোল্যা, বাবু, মজিদ মোল্যা ও রসুল হোসেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামি লাবলুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে রিকাত আলীর কাছে মোটা অংকের টাকা দাবি করে আসছিলেন। আসামিদের দাবিকৃত টাকা না দেয়ায় তারা নানাভাবে ভয়ভীতি দেখাতেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রাতে আসামিরা রিকাত আলীর বাড়িতে চড়াও হন। এ সময় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, দুই ভরি সোনার গহনা, তিনটি গরু, চারটি ছাগল ও একটি অটোভ্যান নিয়ে যান।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, একই সময় আসামিরা ঘরের আসবাবপত্র ভাংচুর ও আগুন ধরিয়ে দেন। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ২০ মন ধান ও ১০ মন চাল। একপর্যায়ে বাড়িতে আগুন ও লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ধাওয়া করে লাবলুকে ধরে পিটুনি দেয়। বিষয়টি স্থানীয় চেয়রম্যানকে জানানো হয়। তিনি লাবলুসহ আসামিদের লুন্ঠিত মালামাল ফেরত দিতে বললে তারা ঘোরাতে থাকেন। গত ১৫ এপ্রিল চেয়ারম্যান আসামিদের ডেকে লুন্ঠিত মালামাল ফেরত চাইলে দেবেনা বলে জানিয়ে দেন। উল্টো এ মালামাল ফেরত চাইলে তাদের খুন-জখমের হুমকি দেন। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।

 

আরও খবর

🔝