gramerkagoj
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আমিরাতের নিষিদ্ধ ক্রিকেটার পাক জাতীয় দলে
প্রকাশ : সোমবার, ৮ এপ্রিল , ২০২৪, ০৭:৫৭:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-08_6613f8ef4b7b0.jpg

উসমান খানকে নিয়ে বিতর্কের শেষ নেই। আরব আমিরাতের হয়ে খেলবেন নাকি পাকিস্তানের হয়ে খেলবেন তিনি, তা নিয়ে ছিল সংশয়। যদিও পিএসএল শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন শুরু করায় ক্ষুব্ধ হয়ে গত সপ্তাহে আরব আমিরাত ক্রিকেট বোর্ড তাদের দেশের সব ধরনের ক্রিকেটীয় ইভেন্টে উসমানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয়।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি আজ পরিষ্কার করে দিয়েছেন উসমান খানের বিষয়টা। তিনি সরাসরি বলে দিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে উসমান খান পাকিস্তানের হয়ে খেলার উপযুক্ত হবেন। পাকিস্তানের যে দল গঠন করা হবে, সে দলে যুক্ত করার জন্য নির্বাচকরা তাকে বিবেচনায় নিতে পারবেন। এ নিয়ে তার সামনে কোনো বাধা থাকবে না।
পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত দেশটির ক্রিকেটারদের যে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়, সেখানে অংশ নেওয়া ২৯ ক্রিকেটারের একজন ছিলেন উসমান খান।
আরব আমিরাত কর্তৃক পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেও পিসিবি চেয়ারম্যান নিশ্চিত করেছেন, পাকিস্তানে খেলার যোগ্যতা রয়েছে উসমান খানের। তিনি বলেন, উসমান খান পাকিস্তানের হয়ে খেলার জন্য যোগ্য এবং সে এই দলের হয়েই খেলবে।

আরও খবর

🔝