gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে প্রাণ গেল বাংলাদেশি ব্যাংক কর্মকর্তার
প্রকাশ : সোমবার, ১৫ এপ্রিল , ২০২৪, ০৪:৪০:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-15_661cee09ee171.jpg

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে এক বাংলাদেশি ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত কর্মকর্তার নাম নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪)। রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪ টায় নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এই ঘটনা ঘটে।
নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ এক মাসের সফরে বন্ধুদের সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। রোববার দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। সেখানে ঢেউ এসে তাদের চার বন্ধুকে সাগরের গভীরে নিয়ে যায়। তিনজন কূলে ফিরলেও নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ আর কূলে ফিরে আসেনি। সলিল সমাধি হলো অস্ট্রেলিয়ার সমুদ্রে।
নিহত নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার নোয়াব মিয়া মোক্তার বাড়ির এ কে এম জাকির হোসেনের ছেলে। তিনি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমার ভাই খুব শান্ত স্বভাবের ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার দুই দিনের মাথায় বন্ধুদের নিয়ে সমুদ্রে ঘুরতে যায়। হঠাৎ ঢেউ এসে তাদের চারজনকে তলিয়ে নেয়। তিন বন্ধু ফিরলেও আমার ভাই কূলে ফিরতে পারেনি।’
নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহর মৃত্যুর খবরে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তার বড় ভাই নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

আরও খবর

🔝