gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
গোদাগাড়ীতে ছাগলে গাছ খাওয়ায় দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৪:৪৪:০০ পিএম
সামিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
GK_2024-04-16_661e568b50eda.jpg

রাজশাহী জেলার গোদাগাড়ীতে মসজিদের আমগাছ ছাগলে খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক জন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে মসজিদের আমগাছ ছাগলে খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সময় মসজিদ কমিটির সভাপতি নেজাম উদ্দীন মেম্বারের পক্ষের লোকজন ও আওয়ামী লীগ নেতা আজিজুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে রুহুল আমিন গুরুত্বর আহত হয়। রুহুল আমিনকে বাঁচাতে আসলে নাজিরুল ইসলামও আহত হন। আহত রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আমিনকে মৃত ঘোষণা করা হয়। নিহত রুহুল আমিন সাগুয়ান ঘুন্টি গ্রামের ফজলুল হকের ছেলে এবং নেজাম মেম্বারের পক্ষের লোক।
স্থানীয়রা জানান, সাগুয়ান জামে মসজিদের সভাপতি ছিলেন আজিজুল হক। তাকে বাদ দিয়ে নতুন করে নেজাম মেম্বারকে সভাপতি করে কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্য ছিলেন নিহত রুহুল আমিন। আজিজুলের পক্ষের এক লোকের ছাগলে মসজিদের একটি গাছ খাচ্ছিল। এ সময় ছাগলটিকে তাড়িয়ে দেওয়া হয়। এতে সভাপতি থেকে বাদ পড়ার ক্ষোভে আজিজুল হক নতুন সভাপতি নেজাম মেম্বারের ওপর চড়াও হয়ে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আজিজুলের লোকজন মসজিদ কমিটির লোকজনের ওপর হামলা চালালে তা সংঘর্ষে রূপ নেয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, এ ঘটনায় তিনজন জনকে আটক করা হয়েছে। রাতেই পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন, সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিন। তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

আরও খবর

🔝