gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম

গোল বন্যায় হাসলো মাগুরার কিশোরীরা
প্রকাশ : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৭:৩৭:০০ পিএম
ক্রীড়া সংবাদ:
GK_2024-04-16_661e865b6b15a.jpg

যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে উদ্বোধন করা হয় জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের। মূলত এই প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত হয়েছে কিশোরীদের ফুটবল প্রতিযোগিতা। আর উদ্বোধনী ম্যাচে গোল বন্যায় হেসেছে মাগুরার অনূর্ধ্ব-১৪ বয়সী কিশোরীরা। তারা ৭-০ গোলে হারিয়েছে খুলনার কিশোরীদের। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াকওভার পেয়েছে নড়াইলের কিশোরীরা। সাতক্ষীরার কিশোরীরা না আসায় তারা ওয়াকওভার পায়।
ম্যাচের শুরু থেকেই পরিচ্ছন্ন ফুটবল শৈলী না থাকলেও একক আধিপত্য বজায় রাখে মাগুরার কিশোরীরা। ২৮ মিনিটে প্রথম গোলটি করেন প্রেমা রানী মন্ডল। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় মাগুরার কিশোরী তানিয়া খাতুন। তিনি ৩৮ মিনিটে আরও একটি গোল করেন।
এছাড়া গোল করেন মিশু রানী ৩০ ও ৪৭ মিনিটে। ৫০ মিনিটে ফারজানা গোল করে দলের পক্ষে হাফ ডজন গোল পূর্ণ করেন। ৬৪ মিনিটে খুলনার কিশোরী চৈতী রায় মুন্নি নিজেদের জালে বল জড়িয়ে বসেন। ফলে মাগুরা জয় পায় ৭-০ গোলের বড় ব্যবধানে।
এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন ও মোস্তাফিজুর রহামান মুন্না। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝