gramerkagoj
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ২৫ আশ্বিন ১৪৩২
gramerkagoj
কোয়ালিফায়ারে রংপুর
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর , ২০২৫, ০৬:৪৪:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-10-09_68e7b22783de4.jpg

ছবি: সংগৃহিত

হারলেই বাদ। এমন বাঁচা মরার ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রাণপন দিয়ে লড়াই করেছে ঢাকা ও রংপুর বিভাগ। ম্যাচটি এতটাই রোমাঞ্চকর ছিল যে, শেষ ওভার পর্যন্ত সুতায় ঝুলছিল দু’দলের ভাগ্য। শেষ দুই ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ১০ রান। ঢাকার দরকার ছিল চারটি উইকেট।


অফ স্পিনার রায়ান রাফসান রহমান বল হাতে নিয়ে দারুণ শুরুও করলেন। ১৯ ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে রংপুরের নাসুম আহমেদ ও আলাউদ্দিন বাবুকে আউট করেন। ওভারটিতে জোড়া উইকেট নিলেন মাত্র দুই রানে। তার দুর্দান্ত বোলিংয়ে জয়ের পাল্লা ভারী হয় ঢাকার দিকেই। শেষ ছয় বলে তখন আট রান প্রয়োজন রংপুরের। হাতে দু’টি উইকেট।


এমন কঠিন সময়ে রংপুরের জয়ের আশা হয়ে ছিলেন আকবর আলি। দলের অধিনায়ক ৪০ রানে ততক্ষণে অপরাজিত ছিলেন। রিপন মন্ডলের করা শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে জয়ের পথটা সহজও করেন। কিন্তু ফিরতি বলেই স্কুপ করতে গিয়ে নিজের আউট হন। তখন একটি উইকেট নিলেই কোয়ালিফায়ার নিশ্চিত ঢাকার। তবে তা হতে দেননি রংপুরের শেষ দুই ব্যাটার আবু হাসিম ও আব্দুল গাফফার সাকলাইন। বিশেষ করে পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সাকলাইন। চার ও ১ ছক্কায়।


এর আগে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকার শুরুটাও মোটেও সুখকর হয়নি। তিন স্পিনার নাসুম, হাসিম ও নাসিরের ঘূর্ণিতে ২৬ রানে ছয় উইকেট হারায়। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন। অধিনায়কের ৬১ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ১২৩ রানের সংগ্রহ পায় ঢাকা।

আরও খবর

🔝