gramerkagoj
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫ ২ কার্তিক ১৪৩২
gramerkagoj
বিষয়টি দুঃখজনক
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ০৮:০২:০০ পিএম
সম্পাদকীয়:
GK_2025-10-17_68f24caad8694.jpg

পত্রিকান্তরে খবর বের হয়েছে, বাংলাদেশ পুলিশের জাতিসংঘ মিশন শেষ হয়ে গেছে। কঙ্গোর কিনসাসাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত পুলিশের কন্টিনজেন্টকে দেশে ফিরতে বলা হয়েছে। বুধবার ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটিই ছিল জাতিসংঘ মিশনে পুলিশের সর্বশেষ কন্টিনজেন্ট।
১৮০ সদস্যের ওই কন্টিনজেন্ট কঙ্গো যাওয়ার মাত্র দেড় মাসের মাথায় ফিরে আসার নির্দেশনা পেল। গত ২৬ আগস্ট কঙ্গোতে পৌঁছানোর পর দলটির প্রশিক্ষণ চলে। গত ১০ সেপ্টেম্বর থেকে তারা কিনসাসায় দায়িত্ব পালন শুরু করেছিল। বুধবার থেকে এই কন্টিনজেন্টের কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে। ব্যানএফপিইউ-১, (রোটেশন ১৮) কন্টিনজেন্টের ৭৫ জন নারী পুলিশ সদস্য রয়েছেন। এই কন্টিনজেন্টের কমান্ডার (পুলিশ সুপার) জান্নাত আফরোজ বুধবার রাতে ফেইসবুকে কঙ্গোর কিছু ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, “মিশন এলাকা ছাড়ার আগে কিছু সুন্দর স্মৃতি।” পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ইউএন-অপারেশন) আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমে বলেছেন, “জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট ঘাটতির কারণে একটি কন্টিনজেন্ট ফেরত আসবে। বাজেট সমস্যার দূর হলে আবার হয়তো কঙ্গো বা অন্য কোনো দেশে প্রয়োজন হলে নতুন কন্টিনজেন্টকে ডাকা হবে।”
পর্যাপ্ত তহবিলের অভাবে আগামী মাসগুলোতে নয়টি শান্তিরক্ষা মিশনের এক চতুর্থাংশ শান্তিরক্ষী কমানো হবে বলে জানিয়েছেন জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে তহবিল পাওয়া নিয়ে অনিশ্চতা এর কারণ বলে জানিয়েছেন তিনি। বিষয়টি দুঃখজনক।

আরও খবর

🔝