gramerkagoj
মঙ্গলবার ● ৭ মে ২০২৪ ২৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা
প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর , ২০২৩, ০৯:৫১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2023-10-16_652d5c49a5017.png


যশোরে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে বাড়িতে ও মারপিটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার মামলাটি করেছেন ঝুমঝুমপুর নিরিবিলি এলাকার ব্যবসায়ী তপু রায়হান। আসামিরা হলেন, একই এলাকার মহাসীন আলী ও স্বাধীন। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও তিন-চারজনকে এ মামলায় আসামি করা হয়েছে। বিচারক অভিযোগ আমলে নিয়ে ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযোগে বাদী উল্লেখ করেছেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বাদীর মুরগির ব্যবসায় তারা দীর্ঘদিন ধরে বাধার সৃষ্টি করে আসছে। শুধু তাই না, বাদীর জমি দখলের চেষ্টা করতে থাকে তারা। তাতে ব্যর্থ হয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। অন্যথায় হত্যাসহ নানা ধরনের হুমকি দেয়। বাদী টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত ১৪ অক্টোবর দুপুরে আসামিরা অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তপু বাড়িতে না থাকায় তার ভাই রহিম এসে প্রতিবাদ করেন। তখন রহিমকে বেধড়ক মারপিট করে জখম করে। পরে তপুর মা ঠেকাতে আসলে তাকেও মারপিট করে তারা। একপর্যায়ে গলা টিপে হত্যার চেষ্টা করে। তখন আশপাশের লোকজন ছুটে আসলে হত্যাসহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসামিরা চলে যায়। তপুর আহত ভাই ও মাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে উল্লেখ করে তপু আদালতে এ মামলা করেছেন।

 

আরও খবর

🔝