gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ বিশ্বকাপ ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা- নেদারল্যান্ড ম্যাচ ৪৩ ওভারের
প্রকাশ : মঙ্গলবার, ১৭ অক্টোবর , ২০২৩, ০৫:৫১:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ০৭:৩৮:৩৪ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-10-17_652e758aad76c.jpg

আজ মঙ্গলবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে সময় মত টস করা যায়নি। একঘন্টা বিলম্বে টস হলেও ম্যাচ মাঠে গড়াতে সময় চলে যায় দু’ঘণ্টারও বেশি সময়।
ফলে উভয় ইনিংসে সাত ওভার করে কমিয়ে দেওয়া হয়েছে। প্রতি ইনিংসে ৪৩ ওভার করে খেলা হবে। এরই মধ্যে টস হেরে ব্যাটিংয়ে রয়েছে নেদারল্যান্ডস। তারা ১৬ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে ৫৮ রান করেছে।
এই ম্যাচে একটি করে পরিবর্তন দু’দলেই। তাবরিজ শামসির পরিবর্তে একাদশে আনা হয়েছে জেরার্ল্ড কোয়েৎজেকে। নেদারল্যান্ডস দলে রায়ান ক্লেইনের পরিবর্তে আনা হয়েছে লোগান ফন বিককে।

আরও খবর

🔝