gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নেইমারের ইনজুরির দিনে হারালো ব্রাজিল
প্রকাশ : বুধবার, ১৮ অক্টোবর , ২০২৩, ১০:০৫:০০ এ এম
ক্রীড়া ডেস্ক::
GK_2023-10-18_652f5a1114fd0.jpg

❒ সংগৃহীত ছবি:

বিশ্বকাপ বাছাই পর্বে এবার হারের লজ্জা পেয়েছে ব্রাজিল। ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে উরুগুয়ে।

মান্টিভিডিওতে ব্রাজিলকে আতিথ্য দেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচের শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলে উরুগুয়ে। ২১ মিনিটেই জোড়া হলুদ কার্ড দেখে উরুগুয়ে। দুই দলই খেলেছে এলোমেলো ফুটবল। তবে ৪২ মিনিটে লিড নেয় স্বাগতিক উরুগুয়ে। লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজের দারুণ হেডারে এগিয়ে যায় উরুগুয়ে।

 

দুই মিনিট পর মাঠে পড়ে গেলে নেইমারকে হাঁটু ধরে কাতরাতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, গুরুতর ইনজুরিতে পড়েছেন তিনি। কয়েক মিনিটের প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেয়া হয়।

 

গোল না পেয়ে দ্বিতীয়ার্ধে আরও মেজাজ হারায় ব্রাজিলিয়ানরা। ক্যাসেমিরো, হেসুসসহ হলুদ কার্ড দেখেছেন মোট ৫ জন। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল পায় উরুগুয়ে। এবার স্কোরশিটে নাম তোলেন ডি লা ক্রজ।

 

এর আগে ২০০১ সালে সবশেষ উরুগুয়ের কাছে হেরেছিলো ব্রাজিল। এই হারে টেবিলের তিন নম্বরে নেমে গেছে ব্রাজিল এবং গোল ব্যবধানে উরুগুয়ে রয়েছে দুই নম্বরে।

 

আরও খবর

🔝