gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে হাজারো শিয়া মুসলিম মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায় জোতার দুই বছরের সম্পূর্ণ বেতন পাবে তার পরিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রচিত ইতিহাস মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ নেই অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে উপসহকারী প্রকৌশলীর দুর্নীতি অভিযোগ ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা রাত আড়াইটায় ঋতুপর্ণাসহ পুরো দলকে হাতিরঝিলে সংবর্ধনা
সিংহ সাবধান, ক্ষতির সম্ভাবনা বৃষের
প্রকাশ : মঙ্গলবার, ২৪ অক্টোবর , ২০২৩, ০১:৫৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-10-24_65377809e6113.jpg

মেষ রাশি : গ্রহেন্দ্রস্তদ্রাশি-নাথেহপি, গ্রহস্থিত রাশির অধিপতি জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে শারীরিক সমস্যা দেখা দেবে। একটু সচেতন রূপে চলুন।
তুলা রাশি : পঞ্চমপতি লগ্নের কেন্দ্রে ষষ্ঠপতিযুক্ত হওয়ায় বন্ধুর প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। বন্ধু-ভন্ড প্রেমিকের ছলনায় অর্থ ও স্বর্ণালংকার খোয়া যেতে পারে।
বৃষ রাশি : বাকপতির কারণে জাতকের পারিবারিক রূপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিনা দলিলে কোনো আর্থিক লেনদেনে করবেন না। বাস্তবতা মেনে চলুন।
বৃশ্চিক রাশি : মঙ্গল বা বুধগ্রহের লগ্নপতিতে দুর্ঘটনার যোগ রয়েছে। স্থাবর সম্পত্তি রক্ষায় অঙ্গহানির সমূহ সম্ভাবনা রয়েছে। তাই পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
মিথুন রাশি : মেষলগ্নে জাত-জাতকের ভাগ্য সুপ্রসন্ন। আজই ভালো কোনো কাজের সফলতা আপনাকে চমকে দিতে পারে। পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
কর্কট রাশি : সপ্তমপতির কারণে জাতকের পরকীয়ায় আগ্রহ জন্মানোর জন্য নারীর ছলনায় আকৃষ্ট হতে পারেন। ক্ষতি হবেই, তাই বিচক্ষণতার সঙ্গে এড়িয়ে চলুন।
সিংহ রাশি : মেষলগ্নে জাত ব্যক্তির শনিগ্রহের প্রভাবে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হবেন। দলিল না দেখে চুক্তি নয়। সাবধান হোন।
কন্যা রাশি : অষ্টম স্থানে নবমেশের অবস্থানের ফলে অনূঢ়ারা বিয়ের প্রলোভনের শিকার হবেন। প্রলোভন যতই হোক অবশ্যই দৈহিক সম্পর্ক গড়া থেকে বিরত থাকুন।
ধনু রাশি : রাহুনা কুক্ষৌ কেতুনা চঃ পিত্রাদিভাবের অধিপতিগ্রহ ষষ্ঠপতিযুক্ত হওয়ায় জাতক জাতিকার মস্তকে স্ফোটকের যোগ রয়েছে। ভালো ডাক্তারের পরামর্শ নিন।
মকর রাশি : কণ্ঠে ভৌমেন, পদে শনিনা, ফলে শ্বরতন্ত্রে ও পদযুগলে ক্ষতের সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহব্যাপী দেবীর চরণামৃত সেবনে ক্ষতের উপশম হবে।
কুম্ভ রাশি : আসন্ন বিবাহ-সংক্রান্ত বিষয়ে নারী-পুরুষ উভয়েরই অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। তবে হবু স্ত্রী বিবাহের আগেই অন্তঃসত্ত্বা কি না ডাক্তারি পরীক্ষা করাবেন।
মীন রাশি : টাকা লেনদেনের আগেই বিবেচনা করবেন যে টাকাটি সঠিক কাজে লগ্নি হচ্ছে কি না। দৈহিক আকর্ষণে নিকট আত্মীয়র কাছে প্রতারিত হতে পারেন।

আরও খবর

🔝