gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিএনপির ডাকা অবরোধের শেষ দিনেও হাতিয়ায় প্রভাব পড়েনি
প্রকাশ : বৃহস্পতিবার, ২ নভেম্বর , ২০২৩, ০৪:১৮:০০ পিএম
হাতিয়া প্রতিনিধি:
GK_2023-11-02_654374364cd96.jpg

বিএনপি-জামায়াতের দেশবিরোধী অবরোধের নামে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে হাতিয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় এই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন। এ সময় অবস্থান কর্মসূচিতে ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি কামরুল ইসলাম মহব্বতসহ নেতাকর্মীরা।
নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন জানান হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি আলহাজ্ব মোহাম্মদ আলীর নির্দেশে আমরা নেতাকর্মীরা অবস্থান নিয়েছি। বিএনপি-জামায়াত একটা সন্ত্রাসী দল। বিএনপি-জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি।
সরেজমিন ঘুরে দেখা যায় অবরোধের তৃতীয় দিনেও হাতিয়া উপজেলায় বিন্দুমাত্র প্রভাব পড়েনি। রিক্সা গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। নলচিরা ঘাট থেকে জেলা শহরে যাওয়ার নৌপথে ছেড়ে গেছে নৌযান গুলো। তমরুদ্দি ঘাট থেকে যথারীতি লঞ্চ ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। তৃতীয় দিনেও বিএনপির নেতা-কর্মীদের দেখা মেলেনি।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আকতার লাকী জানান বিএনপি জামায়াতের অবরোধের কোন প্রভাব হাতিয়ায় পড়েনি। আমরা হাতিয়া উপজেলা প্রশাসন কঠোর নজরদারীতে রাখছি। পাশাপাশি আমাদের পুলিশের টহল টিম জোরদার আছে।

আরও খবর

🔝