gramerkagoj
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
gramerkagoj
‘রাশমিকার অশ্লীল ভিডিও’ ভাইরাল, ফুঁসে উঠলেন শাহেনশাহ
প্রকাশ : সোমবার, ৬ নভেম্বর , ২০২৩, ০১:৫০:০০ পিএম , আপডেট : শনিবার, ১৮ অক্টোবর , ২০২৫, ১১:৫৩:৪০ এএম
বিনোদন ডেস্ক:
GK_2023-11-06_65489acea6a43.jpg

কর্ণাটকে জন্ম নেওয়া দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা খুব কম সময়েই জনপ্রিয়তা পেয়েছেন। মডেলিং দিয়ে শুরু করা রাশমিকা এখন দক্ষিণের অন্যতম সেরা অভিনেত্রী। রাশমিকা মানেই সিনেমা ব্যবসাসফল। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে; যা নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। এবার বিষয়টি নিয়ে সরব হলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
মূলত, ভারতীয় এক সাংবাদিক ভিডিওটি তার টুইটারে (এক্স) পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘ডিফেক ভিডিওর বিরুদ্ধে ভারতে আইন ও নিয়ন্ত্রণ কাঠামো করা জরুরি। আপনারা ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন। কিন্তু এটি ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে।’
সাংবাদিকের এই টুইট শেয়ার করেছেন রাশমিকার সহশিল্পী অমিতাভ বচ্চন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।’ রাশমিকার এ ভিডিও নিয়ে জোর চর্চা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি। অমিতাভের টুইটের বিপরীতেও কোনো মন্তব্য পাওয়া যায়নি তার।
রাশমিকার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছেন গুলশান কুমার।

আরও খবর

🔝