gramerkagoj
রবিবার ● ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
gramerkagoj
ক্ষমা চেয়ে ‘পিপ্পা’ টিমের বিবৃতি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ নভেম্বর , ২০২৩, ০১:১৩:০০ পিএম , আপডেট : শনিবার, ১০ মে , ২০২৫, ০৫:৪১:০৬ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2023-11-14_65531e9716069.jpg

অবশেষে টনক নড়েছে পিপ্পা টিমের। পিপ্পা সিনেমাতে কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গান রিমেক করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অস্কারজয়ী এ আর রহমান। দুই বাংলার সংগীত বোদ্ধা এবং আপামর দর্শক শ্রোতা সামাজিক যোগাযোগ মাধ্যেম থেকে শুরু করে মিডিয়া সর্বত্র সরব। অবশেষে অফিশিয়াল বিবৃতি দিয়ে সোমবার বিকেলে ক্ষমা চাইলো ‘পিপ্পা’র অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এর ‘রায় কাপুর ফিল্মস’। অবশ্য বিবৃতিতে তারা আত্মপক্ষ সমর্থনও করেছে !
বিবৃতি অনুসারে তাদের ভাষ্য, “এই গানকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।”

তারা বলেছেন , ‘‘নজরুল ইসলাম এবং তার সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।’’ এরই সঙ্গে নজরুল-কন্যা কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল বলেও বিবৃতি উল্লেখ আছে। সেখানে জানানো হয়,‘‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’’

সব শেষে বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’

আরও খবর

🔝