gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিবগঞ্জের সীমান্ত থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক
প্রকাশ : বুধবার, ১৫ নভেম্বর , ২০২৩, ০২:০২:০০ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
GK_2023-11-15_655478da16256.jpg

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত থেকে বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবকের নাম মাহবুব আলী (৩৫)। সে তেলকুপি এলাকার লম্বা পাড়া গ্রামের জাবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বেলন, গোপন তথ্যে জানতে পারি সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র ও গুলি আসতে পারে। তাই বাংলাদেশের অভ্যন্তরে আমাদের একটি টহল দল অবস্থান নেয়। রাত ৮টার দিকে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ভোলামারী এলাকায় মাহবুব আলী সীমান্ত থেকে হেঁটে রাস্তার দিকে আসছিল। এ সময় তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় মাহবুব আলী দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।
বিজিবি কর্মকর্তা আরও বলেন, ৫৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ মাসে ১০ জন আসামিসহ ১৩টি দেশি বিদেশি পিস্তল, ৮০ রাউন্ড গুলি এবং ১৯টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এসব ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

আরও খবর

🔝