gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
চলে গেলেন ‘ধুম’ সিনেমার পরিচালক
প্রকাশ : রবিবার, ১৯ নভেম্বর , ২০২৩, ০২:৩৫:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2023-11-19_6559c8cb13d72.jpg

পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা ‘ধুম’ পরিচালক সঞ্জয় গাধভী। প্রাথমিকভাবে জানা যায়, হৃদরোগের কারণেই তাঁর মৃত্যু হয়।
তবে তিনি অসুস্থ ছিলেন না, সম্পূর্ণ সুস্থ ছিলেন। পরিচালকের মৃত্যুতে বিধ্বস্ত তাঁর স্ত্রী এবং দুই কন্যা। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা-প্রযোজক বনি কাপুর।
গুজরাটি পরিবারের জন্ম হলেও সঞ্জয়ের বেড়ে ওঠা মুম্বাইয়ে। ২০০০ সালে অর্জুন রামপাল ও রাভিনা ট্যান্ডনকে নিয়ে নির্মাণ করেছিলেন সিনেমা ‘তেরে লিয়ে’। কিন্তু অর্থের অভাবে সিনেমাটি মুক্তি পায়নি। এরপর যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘মেরে ইয়ার কি শাদি’ তৈরি করেন সঞ্জয়। সেটিই তার মুক্তি পাওয়া প্রথম সিনেমা।
এরপর যশরাজ ফিল্মসের ‘ধুম’ সিনেমা পরিচালনার দায়িত্ব পান সঞ্জয়। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু, উদয় চোপড়া, রিমি সেন অভিনীত সিনেমাটি। সিনেমাটি সুপারহিট হয়। এরপর ‘ধুম টু’-এ যোগ দেন হৃতিক রোশন।
এরপর ‘কিডন্যাপ’, ‘আজব গজব লাভ’-এর মতো সিনেমা তৈরি করেছেন সঞ্জয়। পরিচালকের শেষ সিনেমা ‘অপারেশন পরিন্দে’। তাতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিত সাধ।

আরও খবর

🔝