gramerkagoj
রবিবার ● ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
gramerkagoj
জাতীয় দলে ফিরলেন দীপক
প্রকাশ : রবিবার, ১৯ নভেম্বর , ২০২৩, ০৬:১১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-11-19_6559fd0a6ffad.PNG

অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ছিলেন আলমগীর মোল্লা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের দীপক রায়। ২৩ জনের চূড়ান্ত দলে তারা জায়গা পাননি।
মেলবোর্নে সাদ ও রাকিব একটি করে হলুদ কার্ড পাওয়ায় ঢাকায় লেবানন ম্যাচে খেলতে পারবেন না। তাই আবার আলমগীর ও দীপককে ক্যাম্পে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
২১ নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন শেখ রাসেলের ডিফেন্ডার দীপক রায়। কয়েক দিন অনুশীলন করলেও নিজেকে চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি। রাকিব ও সাদ উদ্দিনের সাসপেনশন দীপককে ২৩ জনের চূড়ান্ত দলে সুযোগ করে দিয়েছে।

আরও খবর

🔝