gramerkagoj
রবিবার ● ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম নতুন সংবিধান প্রণয়নে সময় লাগবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা জরুরি : আসিফ নজরুল ফকিরহাটে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজ মিস্ত্রী নিহত তেল আবিবে জিম্মিদের মুক্তির দাবিতে হাজারো ইসরায়েলির বিক্ষোভ, গাজা যুদ্ধ বন্ধের আহ্বান বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ৬ আ'লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা,জামায়াতের শোকরানা মিছিল আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধ হচ্ছে! রাঙামাটিতে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা সুবিধা পেতে পারেন মকর, সময়ের সদ্ব্যবহার করুন মিথুন আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে গেজেট প্রকাশের পর
আওয়ামী লীগের চারদিনে ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি, খুলনা বিভাগে ৪১৬টি
প্রকাশ : মঙ্গলবার, ২১ নভেম্বর , ২০২৩, ০৭:২২:০০ পিএম , আপডেট : রবিবার, ১১ মে , ২০২৫, ১১:১৫:৫৯ এএম
ঢাকা অফিস:
GK_2023-11-21_655cafb793d8b.jpg

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত চারদিনে আওয়ামী লীগের তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়। আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষদিন ছিল।
এরমধ্যে ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ৭৩০টি মনোনয়ন ফরম সংগ্রহ হয়। আর চট্টগ্রাম থেকে ৬৫৯টি, রাজশাহী থেকে ৪০৯টি, খুলনা থেকে ৪১৬টি, রংপুর থেকে ৩০২টি, ময়মনসিংহ থেকে ২৯৫টি, সিলেট থেকে ১৭২টি এবং বরিশাল থেকে ২৫৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতৃবৃন্দ। এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের জন্য অনলাইন ১২১টি আবেদন করা হয়।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় গত শনিবার থেকে। দলীয় সভাপতি শেখ হাসিনা নিজের ফরম কিনে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর টানা চারদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

ঢাকা অফিস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত চারদিনে আওয়ামী লীগের তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়। আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষদিন ছিল।
এরমধ্যে ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ৭৩০টি মনোনয়ন ফরম সংগ্রহ হয়। আর চট্টগ্রাম থেকে ৬৫৯টি, রাজশাহী থেকে ৪০৯টি, খুলনা থেকে ৪১৬টি, রংপুর থেকে ৩০২টি, ময়মনসিংহ থেকে ২৯৫টি, সিলেট থেকে ১৭২টি এবং বরিশাল থেকে ২৫৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতৃবৃন্দ। এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের জন্য অনলাইন ১২১টি আবেদন করা হয়।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় গত শনিবার থেকে। দলীয় সভাপতি শেখ হাসিনা নিজের ফরম কিনে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর টানা চারদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

আরও খবর

🔝