শিরোনাম |
শুনতিচি এ বচর রাজা ভোট হবে ৭ জানুয়ারি। একনো পন্তিক সেই ভাবেই আইগোচ্চে সব। এরমদ্দি জানতি পাল্লাম আমাগের দেশের তারকাও ভোট কইত্তেচেন। কিডা কনতে কইত্তেচেন সিডা জানানোর জন্যি চিটিডা লিকতি বসা।
বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নুর চাচা এবারও নৌকো প্রতিক নিয়ে ভোট কইত্তে”েন। নীলফামারি ২ সিটিত্তে তিনি ভোট করবেন। এর আগে ২০০১, ২০০৮ আর ২০১৪ সালেও তিনি এই সিটিত্তে এমপি নির্বাচিত হইলেন। তিনার মতো আমলীগিত্তে হাবরা মনোনীত হইয়েচেন শিল্পী ও বত্তমান সংসদ সদস্য মমতাজ বেগম। বরাবরের মতো মানিকগঞ্জ ২ আসনতে লড়বেন তিনি। আমাগের যশোরের জামোই নায়ক ফেরদৌস ঢাকা ১০ আসনে নৌকো মার্কা নিয়ে ভোট করবেন। নায়িকা মাহিয়া মাহি চাইলেন নৌকো মার্কা নিয়ে ভোট করবেন। চাপাইনবাবগঞ্জ ২ আসনতে তিনি মার্কা চাইলেন। সিডা না পাইয়ে তিনি স্বতন্ত ভোট করবেন বিলে নিয়েত কইরেচেন। তেবে যে আসনে মার্কা চাইলেন সিডা বাদ দিয়ে তিনি একন রাজশাহী ১ গুদাগাড়ী তানোর সিটিত্তে স্বতন্ত হইয়ে দাড়াচ্চেন। এই আসনে আমলীগির ক্যান্ডিডেট ওমর ফারুক চৌধুরী সাহেবের সাতে তারে পাল্লা দিতি হবে। খিডা জানে ‘চৌধুরী সাহেব মাইয়ে বিলে আমারে অবজ্ঞা করবেন না’ ভোটের পর সিনেমার এইরাম ডায়লগ বাইরোয় কিনা। শিল্পী ডলি সায়ন্তনী হালি কইরে রাজনীতির মাটে উইলেচেন। বিএনএমএ যোগ দেচেন তিনি। এমপি হওয়ার জন্যি তিনি লড়বেন পাবনা ২ সুজানগর বেড়া আসনতে। ওপরয়ালায় জানে বেড়া ভাঙ্গতি পারবেন কিনা। মাস কয়েক আগে শিল্পী নকুল কুমার বিশ্বেস বঙ্গবীর কাদের সিদ্দিকীর হাত ধইরে বাংলাদেশ কৃষক শোমিক জনতা লীগি যোগ দিলেন। এবার তিনি এমপি হতি ভোট করবেন। দুডো সিটি তিনি মনোনয়ন দাকিল কইরেচেন। মাদারীপুর ৩ আর বরিশাল ২ আসনে তিনি ভোট করবেন বিলে জানা গেচে।
আরো অনেক তারকারা ভোট করার মনস্তির করিলেন। কিন্তুক সরকার দলের মার্কা বাগাতি না পাইরে ডাবি মাইরেচেন। তেবে ইবার ভোটের মাটের বড় চমক কিকেটার সাকিব আল হাসান। ভারতের বিশ^কাপ মাটেত্তে দৌড়োয় আইসেই মার্কা বাগায় নেচেন মাগুরা ১ সিটির। একন দেকা যাক কিডা কিরাম অভিনয় গান আর চার ছক্কা মাইরে ভোটের ময়দান গরম কত্তি পারে।
ইতি-
অভাগা আক্কেল চাচা