gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কিরিং কিরিং সাইকেল চালায় ..
প্রকাশ : সোমবার, ৪ ডিসেম্বর , ২০২৩, ০৮:৩১:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2023-12-04_656de2e586659.jpg

কয়দিন ধইরে ফেসবুক খুলার জো নেই। খুল্লিই শিক্কে কারিকুলাম নিয়ে নানান হৈ চৈ। কেউ ব্যাঙের মতো লাফাচ্চে, কেউ কিরিং কিরিং সাইকেল চালায় গাচ্চে, কেউ প্যাক প্যাক কইরে হাসের মতো ডাইকতেচে, কোনটোয় জুংলিগের মতো পাতা পইরে হুম হাও কচ্চে, কোনটোয় মাইস্টের ছাত্তীর বুকটা চিন কচ্চে হায় এই সব গানের সাতে উজোনভাটি নাচ, কোনটোয় মৌলবী মাইস্টেররা হল্লা হল্লা কইরে মাটের মদ্দি নাচানাচি কচ্চে, এই সব ভিডিও আর মানসির নানান উসকোনিপানা কতাবাত্তারের সয়লাব ফেসবুক।
অনেকের তো ধারনা লিকাপড়া ছিকেয় উইটে গেচে বহুত আগে একন ছিকে কাটার পায়তারা চইলতেচে। মুকি মুকি চাউর হওয়া বিষয়ডা নিয়ে এট্টু জানাবুজার চিস্টা দিলাম। যা জানতি পালাম তাতে আকাটা মাইরে যাওয়ার জুগাড়। বেশির ভাগ জিনুসই ভুয়ো। যিরাম কিরিং কিরিং সাইকেল চালায় আর দেবদারু গাছের পাতা পইরে জুংলিপানা ভিডিওডা আমাগের শিক্কে কাযযোক্রম তো দূরির কতা আমাগের দেশেরই না। উডা আসামের ধুবরি জিলার এট্টা মাইস্টের টেরিংয়ির ভিডিও। কবিতাডা আসামের ভঙ্গিমা গীতি হিসেবে পরিচিত। পিরায়মারি ইশকুলি ইডা অভিনয় কইরে পড়ানো হয়। নানান যানবাহন সম্পক্কে শিক্কের্তীগের পরিচিত কইরে তুলতি ইডা গুড়ুলেগের শিকোনো হয়। টেরিংয়ির যে ভিডিওটা ভাইরাল হয়েছে সিডাও ম্যালা পুরোনো। যিনি টেনার মাস্টার ছিলেন তিনার নাম মুকুট শর্মা। এর বাইরি যে সব কওয়া হচ্চে সেগুলো বেশির ভাগ মাইস্টেরগের যকন পিটিআইতি টেরিং হয় তকন জড়তা কাটানোর জন্যি এই সব কাজকম্ম করানো হয়। শুদু কুলা ব্যাঙ আর হাসের প্যাক প্যাকডা মজার ছলে পড়ানোর জন্যি শিকোনোর চিস্টা করা হইয়েচে আর বাদবাকি সব ভুয়ো। এ নিয়ে শিক্কেমুন্তী দিপু মনি খালা কইয়েচেন, এট্টা গুস্টি হ্যাপাঝ্যাটা বাদানোর উসলোতে এই সব ফেসবুকি গাবায় বেড়াচ্চে। কেউ কেউ নিজিরাই ভিডিও বানায়ে ছড়ায় দেচ্চে তামান জাগায়। এইসব ভিডিওর বেশির ভাগই গুজব যা পড়ার বইতে নেই।
কি সব্বেরাশে কতা কওদিনি বাপু। লিকেপড়া নিয়ে এই সব চাউর কইরে লাভডা কার! আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

 

 

আরও খবর

🔝