gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির ২ নেতা বহিষ্কার
প্রকাশ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৩:২৬:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-12-05_656ee3673950f.jpg

ঝালকাঠিতে বিএনপি থেকে বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আব্দুল জলিল মিয়াজীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। একই সভায় জাকির হোসেন কবির হাওলাদারকেও উপস্থিত থাকতে দেখা গেছে। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- কাঁঠালিয়া উপজেলার বিএনপি কর্মী আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির হাওলাদার।
সোমবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি কর্মী আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে গত ৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত বিএনপি থেকে বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আব্দুল জলিল মিয়াজীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। এছাড়াও ওই সভায় জাকির হোসেন কবির হাওলাদারকে উপস্থিত থাকতে দেখা যায়।

আরও খবর

🔝