gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বোয়ালমারীতে মাদক কারবারির বাড়ি থেকে ক্রিস্টাল মেথ-কোকেন উদ্ধার
প্রকাশ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর , ২০২৩, ০৪:৩৪:০০ পিএম
ফরিদপুর প্রতিনিধি:
GK_2023-12-12_657830c6d52a7.jpg

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আন্ত:জেলা মাদক কারবারি রুবেল মোল্লার বাড়ি থেকে মাদক ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রুবেল ওই গ্রামের সোহরাব মোল্লার ছেলে। এসময় এক গ্রাম কোকেন, ১২০ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ছয় লাখ ৬৮ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে বোয়ালমারীর শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, অভিযানকালে পালিয়ে যাওয়া রুবেল মোল্লা আন্ত:জেলা মাদক চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পাশাপাশি তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ফরিদপুর জেলায় ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস) এবং কোকেন সচরাচর দেখা যায় না। ফরিদপুর জেলায় এ ধরনের ভয়াবহ মাদকের প্রবেশ খুব উদ্বেগজনক। মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

🔝