gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিএনপি কখনোই দেশের উন্নয়ন চায় না : শাজাহান খান
প্রকাশ : শুক্রবার, ২২ ডিসেম্বর , ২০২৩, ০২:৫৯:০০ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
GK_2023-12-22_65854809e84d6.jpg

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি সবসময় আন্দোলনের ডাক দেয়। তারা কখনোই সফল হতে পারেনি। তার কারণ, আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে শত শত মানুষ হত্যা করে তারা। বিএনপি কখনোই দেশের উন্নয়ন চায় না।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে তার নির্বাচনী এলাকা মাদারীপুর-২ আসনে গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ সব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, বিএনপি সবসময় হরতাল, অবরোধ আর অসহযোগ আন্দোলনের ডাক দেয়। কিন্তু কখনোই সফল হতে পারেনি। তার কারণ, তারা আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে শত শত মানুষ হত্যা করে। এতে পরিষ্কার যে, বিএনপি এদেশের মানুষকে ভালোবাসে না, দেশের উন্নয়ন চায় না।
তিনি বলেন, বিএনপি এদেশে আবারও লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়। যে কারণে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।
শাজাহান খান বিএনপির কার্যক্রমের সমালোচনা করে বলেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলনই সফল হয় না। বিএনপি এখন জনগণের সাথে নেই। ফলে তাদের কোনো আন্দোলনই সফল হবে না।
সাবেক এ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের পছন্দের দল হওয়ায় মানুষের ভালোবাসায় এবারও নির্বাচনে জয় লাভ করবে।
উল্লেখ্য, শাজাহান খান মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে শাজাহান খান ছাড়াও আরও দুইজন প্রার্থী রয়েছেন।

আরও খবর

🔝