gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সুনামগঞ্জ পৌর শহরে আ.লীগ প্রার্থী সাদিকের গণসংযোগ
প্রকাশ : শনিবার, ২৩ ডিসেম্বর , ২০২৩, ০৫:৩৩:০০ পিএম
মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2023-12-23_6586b524e8259.jpg

জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের গণসংযোগে নেমেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং বিশাল শোডাউন নিয়ে সদর মডেল থানার সামনের রাস্তা দিয়ে ট্রাফিক পয়েন্ট, পশ্চিম বাজার, মধ্য বাজার হয়ে আলফিন নগর, পুরাতন বাস স্টেশন, কালিবাড়ি রোড হয়ে নির্বাচনী কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হন।
গণসংযোগের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিস্টার এম এনামূল কবীর ইমন, পৌর সভার মেয়র নাদের বখ্ত,
দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায় সহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং আওয়ামী লী ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সমাবেশে বক্তব্যে ডা. মোহাম্মদ সাদিক বলেন, আমি একজন ওয়ার্কার হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে ওয়ার্কার হিসেবে মহান সংসদে পাঠাবেন এবং দায়িত্ব পালনের সুযোগ করে দিবেন।
তিনি বলেন, পাহাড় ঘেঁষা সুনামগঞ্জ অবহেলিত ছিল। বহুদিন পর বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দের অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক উপহার দিয়েছেন। আমাকে প্রার্থী হিসেবে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন।
আপনারা আমাকে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমাকে ওয়ার্কার হিসেবে দায়িত্ব পালনের জন্য সংসদে পাঠাবেন। আমি নির্বাচিত হলে একজন কামলা হয়ে সুনামগঞ্জের উন্নয়নে কাজ করব।

আরও খবর

🔝