gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
প্রকাশ : রবিবার, ৭ জানুয়ারি , ২০২৪, ০৩:৪৩:০০ পিএম
সিলেট সংবাদদাতা:
GK_2024-01-07_659a61fe9f611.jpg

জাতীয় পার্টির সাবেক এমপি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াহিয়া চৌধুরী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে রোববার (৭ জানুয়ারি) দুপুর ১ টায় এই ঘোষণা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট-২ আসনের প্রার্থী ইয়াহিয়া চৌধুরী।
তিনি বলেন, অনিয়ম ও কারচুপির অভিযোগে আমি ভোট বর্জন করলাম। সিলেট-২ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রকাশ্য মদদে আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে।
তার অভিযোগ, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি কোনও ধরনের সহযোগিতা করেননি। এভাবে কোনও ভোট হতে পারে না। তাই বাধ্য হয়ে ভোট বর্জন করেছি।

আরও খবর

🔝