gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ৮.১৫ ডিগ্রি
প্রকাশ : শনিবার, ১৩ জানুয়ারি , ২০২৪, ০৪:৩১:০০ পিএম
রাকিব, ঠাকুরগাঁও সংবাদদাতা:
GK_2024-01-13_65a24749d3069.jpeg

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ঠাকুরগাঁও। গত ৫ দিন ধরে এ জেলায় সূর্যের দেখা মিলছে না। হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারনে শীত বেড়েছে। এতে করে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
ঠাকুরগাঁও ও এর আশেপাশের অঞ্চলে সারাদিনের তাপমাত্রা ৮ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। দিনের তাপমাত্রার ব্যবধান আগের থেকেও কমতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁও। তাই এ জেলায় প্রতি বছর শীতের প্রকোপ বেশি হয়ে থাকে। বরাবরের ন্যায় শীতের দাপটে কাবু এই অঞ্চলের মানুষ। সারাদিন ঘন কুয়াশায় ঢাকা থাকছে রাস্তাঘাট ও ফসলের মাঠসহ চারদিক। দুঘর্টনা এড়াতে দিনের বেলাও রাস্তায় চলাচলকারী যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
এছাড়াও হাসপাতাল গুলোতে শীতজনিত কারণে সর্দি, কাশি, ডায়রিয়া শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
স্থানীয়রা কৃষকরা বলছেন, শীত ও কুয়াশা বাড়ার ফলে বোরো ধানের বীজতলার ক্ষতির সম্ভাবনা আছে।
ঢাকাগামী বাস চালক রায়হান বলেন, কুয়াশার পরিমান খুব বেশি। ফলে রাস্তাঘাটে দুর্ঘটনার সম্ভাবনা বেড়েছে। সেইসাথে আস্তে আস্তে গাড়ি চালানোর কারণে গন্তব্যে পৌঁছানোর সময় বেড়েছে দিগুণ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলার ৫‌টি উপ‌জেলায় ৩৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে কম্বল বিতরণ বাড়ানো হবে। সেইসাথে জেলার বিত্তবানরা যদি সাহায্যে এগিয়ে আসেন, তাহলে এই দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে।

আরও খবর

🔝