gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৬ ডিগ্রি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি , ২০২৪, ১২:৩৭:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:৪৫ পিএম
পঞ্চগড় সংবাদদাতা:
GK_2024-01-25_65b1edf957c5a.jpg

পঞ্চগড়ে হিমেল হাওয়া ও কনকনে বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘনকুয়াশা রাত থেকে সকাল পর্যন্ত এবং দিনভর উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষজন কাহিল হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। এতে করে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা। তবে পেটের দায়ে অনেকে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বাড়ি থেকে বের হচ্ছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড়ের চারপাশ। এতে করে শহর থেকে গ্রামীণ জনপদেও দ্বিগুণ প্রভাব পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিনে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর

🔝