gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পঞ্চগড়ে তাপমাত্রা ৭.২ ডিগ্রি
প্রকাশ : শনিবার, ২৭ জানুয়ারি , ২০২৪, ১২:৩৩:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:৪৫ পিএম
পঞ্চগড় সংবাদদাতা:
GK_2024-01-27_65b4a0ea7c6a3.jpg

পঞ্চগড়ে টানা ছয় দিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। তবে তীব্র শৈত্যপ্রবাহ এখন মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার ছিল চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা। জেলায় গত সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ এর মধ্যেই ওঠানামা করছে।
আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের শুরু থেকে এ জেলায় কয়েক দফা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। প্রতিদিন ভোর থেকে শুরু হয় ঘনকুয়াশা। রাতভর বৃষ্টির মতো শিশির ঝরে। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে আসে। বিকেলের দিকে আবারও ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা।
এদিকে সারাদিন হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিনের মতো শনিবারও সকাল ১০টা পর্যন্ত সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। মাঘের হাড় কাঁপানো শীতে চরম দূর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বৃহস্পতিবারের তীব্র শৈত্যপ্রবাহ মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ২ ডিগ্রি।

আরও খবর

🔝