gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পঞ্চগড়ে তাপমাত্রা ৬.৮ ডিগ্রি
প্রকাশ : সোমবার, ২৯ জানুয়ারি , ২০২৪, ০২:১৩:০০ পিএম
পঞ্চগড় সংবাদদাতা:
GK_2024-01-29_65b74ee21765a.jpg

পঞ্চগড়ে চলছে মাঝারি শৈতপ্রবাহ। ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত এ জেলার মানুষজন। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রবিবার ৫ ডিগ্রিতে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে শুক্রবার ৫ দশমিক ৮ তাপমাত্রায় শুরু তীব্র শৈত্যপ্রবাহ। এরপর থেকেই টানা চারদিন ধরে চলছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। তবে প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে সূর্যের দেখা মেলে। কিন্ত প্রতিদিন বিকেলের পর থেকেই শুরু হয় ঘনকুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস। পরদিন সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হয়। কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী আর নিম্নআয়ের মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ এর মধ্যেই উঠানামা করছে। এখন তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সোমবার সকালে তাপমাত্রা সামান্য বেড়ে ৬ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়। আগামী দুই তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে।।

আরও খবর

🔝