gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ এক কোটি ৬০ লাখ টাকার ব্রীজ

সংযোগ সড়ক নির্মাণ না করায় জন দুর্ভোগ চরমে
প্রকাশ : বুধবার, ৩১ জানুয়ারি , ২০২৪, ০২:০৪:০০ পিএম
রহিম রেজা, ঝালকাঠি:
GK_2024-01-31_65b9e42ba2620.jpg

ঝালকাঠির রাজাপুর সদরের প্রতি দিনের কাঁচা বাজার সংলগ্ন খালের উপর এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে একটি ব্রীজ নির্মানের কাজ প্রায় ৮মাস আগে শেষ হলেও ব্রীজের উভয় পাশের সংযোগ সড়ক নির্মান না করায় ওই বাজার ব্যবসায়ী, বাজারের ক্রেতাসহ প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচা বাজারের একাধিক ব্যবসায়ী, ক্রেতা ও পথচারিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌনে দুই কোটি টাকায় ব্রীজ নির্মান করা হলেও এর সুফল পাচ্ছেন না এলাকাবাসি। ফলে কাঁচা বাজারে প্রতিদিন মালামাল নিয়ে অনেক দুরের পথ ঘুড়ে কষ্ট করে আসতে হচ্ছে। খালটির উভয় পাশে পিচঢালা পাকা রাস্তা থাকলেও ক্রেতারা বাজার করে রিক্সা বা যানে চড়ে বাড়ি যেতে কষ্ট করতে হচ্ছে। চলাচলের যোগ্য পুরাতন ব্রীজ ভেঙ্গে ওই ব্রীজটি নির্মান করা হয়েছে। ব্রীজ নির্মানের শুরু থেকে প্রায় দুই বছর ধরে এ দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসি। স্থানীয় ভুক্ত ভোগী শিক্ষক ছগির মৃধা বলেন, ব্রীজটির দক্ষিণ পাড়ে কাঁচা বাজারসহ উভয় পাড়ে স্থায়ী মার্কেট থাকায় ব্রীজটি অত্যন্ত গুরুত্বপুর্ণ ও জনবহুল। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই ব্রীজটি পারাপার হচ্ছেন। ব্রীজটির সংযোগ সড়ক নির্মান না করায় প্রতিদিন হাজারো মানুষের চরম কষ্ট হচ্ছে। দ্রুত ব্রীজটির সংযোগ সড়ক নির্মান করে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। এবিষয়ে ওই ব্রীজের ঠিকাদার জিএস জাকির বলেন, ওই সংযোগ সড়ক নির্মানের জন্য উপজেলা এলজিইডি প্রকৌশলীর ডিজাইনের প্রয়োজন রয়েছে। ডিজাইন পেলেই সংযোগ সড়ক নির্মান করে দেয়া হবে। এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ব্রীজটির সংযোগ সড়ক শিগ্রই নির্মান করে দেয়ো হবে।

আরও খবর

🔝