gramerkagoj
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার
প্রকাশ : শুক্রবার, ২ ফেব্রুয়ারি , ২০২৪, ০৩:৪৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-02_65bcad33ce8f8.jpg

শীতকালে দুশ্চিন্তায় পড়তে হয় সকলের। কারণ শীতের সময়ে ত্বকে টানটান ভাব আসে। এই সময় শরীরে আর্দ্রতার অভাব হয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আমরা বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি। যা আমাদের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ফিরিয়ে দেয়। ত্বকের যত্নে আগের দিনের মানুষ গ্লিসারিন ব্যবহার করত। শুধু শীতে নয়, সারা বছরই গ্লিসারিন ব্যবহার করা যায়। গ্লিসারিনে ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি রয়েছে আরও অনেক উপকারিতা। শীতে গ্লিসারিন অনেক বেশি কার্যকর বলে মনে করেন চর্মরোগ বিশেষজ্ঞরা।
এই শীতে কেন নিয়মিত গ্লিসারিন ব্যবহার করবেন জানেন?
* ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার
* শুষ্ক, ছোপ পড়ে যাওয়া বিবর্ণ ত্বকের কোমলতা ফেরাতে এটি কার্যকর
* ধুলো ময়লা দূর করে ত্বক পরিষ্কার রাখে
* ত্বকের পুষ্টি জোগাতে গ্লিসারিন ব্যবহার করুন
* ত্বকের সংক্রমণ সারিয়ে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখে
* ত্বক মসৃণ ও কোমল রাখে
* ত্বকের দাগ দূর করে।
ব্যবহার
* গ্লিসারিন সরাসরি ত্বকে প্রয়োগ করা যায়
* ত্বকে প্যাকের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন
* ত্বক পরিষ্কারের জন্য তুলো গ্লিসারিনে ডুবিয়ে ত্বক মুছে নিন
* সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে রাখুন, গোসলের পরেই এই মিশ্রণ মেখে নিন।
শীতে নিয়মিত গ্লিসারিন ব্যবহার করুন, ত্বক শুষ্ক হওয়ার সুযোগই পাবে না।

আরও খবর

🔝