gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম চট্টগ্রামে চার ধরনের জ্বরে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সবচেয়ে বেশি চিকুনগুনিয়া জুলাই স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন নিরাপত্তা মহড়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ যশোরের বৈছাআ আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ দেশজুড়ে বিএনপি, এনসিপি ও জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা গাজায় ক্যাফে ইসরায়েলি হামলা, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫ ইতিহাসের ভয়াল রাত আজও জাতির মনে দগদগে ক্ষত উদ্ধার একশ’ কেজি গাঁজার চালানে মিন্টুর সাথে আর কারা জড়িত? জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো যশোর ছাত্রদল যশোরে শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ষাট বছর আগের প্রেমিকার চিঠিতে তছনছ ৫২ বছরের সংসার
প্রকাশ : শনিবার, ৩ ফেব্রুয়ারি , ২০২৪, ০৬:৩৮:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-03_65be3dc31fe30.jpg

ষাট বছর আগের প্রেমিকার এক চিঠিতেই তছনছ হয়ে গেলো ৫২ বছরের সংসার। হতে হয়েছে জখম। এরপর ঘটনা গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত।
আরও সুনির্দিষ্ট করে বললে প্রায় ৬০ বছর আগে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বার্থা ইয়াল্টারের স্বামীর। হঠাৎ একদিন সেই নারী পোস্টকার্ড পাঠান সাবেক প্রেমিকের কাছে। আর তাতেই বেজায় ক্ষেপে যান ৭১ বছর বয়সী বার্থা। হামলে পড়েন স্বামীর ওপর। কামড়ে, খামচি দিয়ে রক্তাক্ত করেন তাকে। একপর্যায়ে বালিশচাপা দিয়ে হত্যারও চেষ্টা করেন।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বৃদ্ধা বার্থাকে। যা গোটা ফ্লোরিডা জুড়ে হৈ চৈ পড়ে যায়।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, এক ব্যক্তি তাদের কাছে ফোন করে বলেন, স্ত্রী তাকে হত্যার চেষ্টা করছেন। এ খবর পেয়ে পুলিশ যখন উত্তর মিয়ামি বিচের ইস্টার্ন শোরস এলাকায় পৌঁছায়, তখন ওই ব্যক্তিকে তারা ‘অত্যন্ত নাজুক’ অবস্থায় দেখতে পায়। তার শরীরে বেশ কিছু ‘গুরুতর ক্ষত’ ও আঁচড়ের দাগ ছিল। এর মধ্যে গভীরভাবে কামড়ের চিহ্নও দেখা যায়। সেখান থেকে ক্রমাগত রক্ত ঝরছিল।
জখম ব্যক্তিটি পুলিশ কর্মকর্তাদের বলেন, বিয়ের আগে ১৯৬০’র দশকে এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই নারী সম্প্রতি হঠাৎ করেই তার কাছে একটি পোস্টকার্ড পাঠিয়েছিলেন। এরই জের ধরে স্ত্রী ক্ষিপ্ত হয়ে স্বামীর ওপর হামলা করেন। তাকে রক্তাক্ত জখম করার পরও হত্যার চেষ্টা চালানো হয়েছে।
সাবেক প্রেমিকার পাঠানো সেই পোস্টকার্ডে কী লেখা ছিল, তা জানা যায়নি। তবে বার্থার স্বামী জানিয়েছেন, ওই ঘটনা তার স্ত্রীকে প্রচন্ড ক্ষেপিয়ে তুলেছিল। এক পর্যায়ে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন স্ত্রী বার্থা। এ দম্পতি প্রায় ৫২ বছর ধরে সংসার করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

🔝