gramerkagoj
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির ঘটনায় আরও একজন আটক যশোরে অর্ধকোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শার্শায় দোয়া মাহফিল ও আলোচনা সভা যশোরে ডেকোরেটর মালিক সমিতির ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন যশোরের নতুন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন বাঘারপাড়ায় হানিফ হত্যা মামলায় জরিমানা দিয়ে মুক্ত সাবেক চেয়ারম্যান টুটুল যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোর জেলা পরিষদের ‘কলা খাওয়া’ সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত বাংলাদেশের যুবদের হার
আদালতকে জানিয়ে ড. ইউনূসের বিদেশে যেতে হবে : হাইকোর্ট
প্রকাশ : সোমবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৪, ০৭:২৬:০০ পিএম , আপডেট : বুধবার, ২৯ অক্টোবর , ২০২৫, ০৫:২২:২২ পিএম
ঢাকা অফিস:
GK_2024-02-05_65c0e23f5f0ff.jpg

বিদেশ যেতে হলে ড. ইউনূসকে আদালতকে জানাতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট জানান, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজার বিরুদ্ধে আপিল শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে।
আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। সোমবার শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসের ৬ মাসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। এছাড়া ড. ইউনূস যেন বিদেশ যেতে না পারেন সে আবেদনও করা হয়।
গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। সেদিন শ্রম আদালতের দেওয়া সাজাও স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন। ওইদিন সকাল ১০টা ৪৫ মিনিটে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করেন ড. ইউনূস।

আরও খবর

🔝