শিরোনাম |
যশোরে উপজেলা পর্যায়ে দু'দিনব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও শিক্ষাবিদ কাজী আনিস আহমেদ। স্বাগত বক্তৃতা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। বক্তৃতা করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। সঞ্চালনা করেন সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ।
জিলা স্কুলেই এই বিজ্ঞান অলিম্পিয়াড চলছে।