gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম রক্তিম কৃষ্ণচূড়ায় মেতেছে খানসামা উপজেলার প্রকৃতি কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্মার্ট নাজিরপুর গড়তে শাহিনকে উপজেলা চেয়ারম্যান করতে একট্টা এলাকাবাসী হাতীবান্ধায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ তরুণদের কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব : স্থানীয় সরকার মন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি হামাস, যে কোনো সময় ঘোষণা মোরেলগঞ্জে হত্যা মামলার আসামীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে এলাকাবসীর মানবন্ধন গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই : তথ্য প্রতিমন্ত্রী ব্যয় নিয়ন্ত্রণ করুন কুম্ভ, বিষণ্নতায় ভুগবেন কর্কট অভিযোগ এলে প্রার্থিতা বাতিল হতে পারে : ইসি রাশেদা
মেহেরপুরে দ্বিতীয় স্ত্রী হত্যায় প্রথম স্ত্রীসহ স্বামীর ফাঁসির আদেশ
প্রকাশ : সোমবার, ৪ জানুয়ারি , ২০২১, ০৭:৫৬:৪৯ পিএম
মেহেরপুর প্রতিনিধি:
1609768633.jpg
দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে মেহেরপুরে প্রথম স্ত্রীসহ স্বামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের নবীছদ্দিনের ছেলে সাইদুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী জমেলা খাতুন।নিহত দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুন সাইদুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন। ফাঁসির এ দুই আসামিই বর্তমানে পালাতক রয়েছেন।রায় জানিয়ে আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, আসামিরা আদালতের আদেশে জামিন পান। পরে হাজিরা না দেওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা দেয়। আসামিরা পলাতক আছে। এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে যাবে বলেও জানান তিনি।মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ জানুয়ারি সাইদুল ইসলাম প্রথম স্ত্রী জমেলা খাতুনের সহযোগিতায় তার দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে হত্যা করে যাদবপুর মাঠের মধ্যে পুঁতে রাখেন। মাঠে কাজ করতে গিয়ে গ্রামের কৃষকরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলার করা হয়। দীর্ঘ তদন্তের পর সদর থানার এসআই হাসান ইমাম নিহতের স্বামী এবং তার প্রথম স্ত্রীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।রায়ে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

আরও খবর

🔝