gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
২৮ মামলার আসামি নুরু বাহিনীর প্রধান ‘ডন নুরু’ গ্রেপ্তার
প্রকাশ : শনিবার, ৯ জানুয়ারি , ২০২১, ০৪:০৬:৪৭ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি ::
1610186839.jpg
শীর্ষ সন্ত্রাসী, পুলিশের ওপর হামলা, অস্ত্র মামলাসহ প্রায় ২৮ মামলার আসামি নুরু বাহিনীর প্রধান ‘ডন নুরু’কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের তথ্য জানায় সিএমপি’র মিডিয়া বিভাগ।চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান শীর্ষ সন্ত্রাসী নুরুকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরুকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্ঠা চালিয়ে আসছিলো। সম্প্রতি তাকে গ্রেপ্তারের জন্য আকবর শাহ থানা এলাকায় অভিযান চালালে তার বাহিনী প্রকাশ্যে পুলিশের ওপর হামলা চালায়। এই অভিযানে তাকে গ্রেপ্তার করা যায়নি। পরবর্তী অভিযানে গ্রেপ্তার করা হয়েছিলো তার ১২ সহযোগীকে।সর্বশেষ শুক্রবার গভীর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকায় এই সন্ত্রাসীর অবস্থান নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এই অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনের চৌকস টিম। এই সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।পুলিশ পরিদর্শক আরো জানান, ডন নুরুর বিরুদ্ধে সরকারি জায়গা দখল, পাহাড় দখল, অস্ত্র চাঁদাবাজীসহ কমপক্ষে ২৮টি মামলা রয়েছে। এর আগে এক অস্ত্র মামলায় তার ১৭ বছরের কারাদণ্ড হয়েছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, শীর্ষ সন্ত্রাসী নুরুকে গ্রেপ্তারের খবরে নগরীর খুলশী আকবর শাহ থানা এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

আরও খবর

🔝