gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাজারে কমেছে চাল ও পেঁয়াজের দাম
প্রকাশ : রবিবার, ১০ জানুয়ারি , ২০২১, ০৯:২৩:৪৬ পিএম
:
1610292251.jpg
গেল বছর বিভিন্ন সময় অস্থিতিশীল ছিল চালের বাজার। সরবরাহ ঘাটতির অজুহাতে একপ্রকার লাগামহীভাবে দাম বাড়ে দফায় দফায়। এবার বাজার সামাল দিতে চাল আমদানিতে দুই দফায় শুল্ক কমিয়ে রাখা হয়েছে ১৫ শতাংশে। চালের দামের উর্ধ্বগতিতে রাশ টেনেছে শুল্ক কমানোর সিদ্ধান্ত। পণ্যটির দাম আর বাড়েনি। বরং বিভিন্ন জাতের চালের দাম কেজিতে কমেছে ১ থেকে ৩ টাকা। বিক্রেতারা বলছেন, নতুন আমদানি করা চাল আসলে দর আরো কমবে। এদিকে বাজারে বেড়েছে দেশি পেঁয়াজের সরবরাহ। যাতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম কমেছে প্রায় ৫ টাকা। নতুন মূল্যের আমদানি করা চাল এখনও না আসলেও এরইমধ্যে শুল্ক কমানোর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বিক্রেতারা বলছেন, দুই-চারদিনের মাঝে বাড়েনি পণ্যটির দাম। বরং মানভেদে বিভিন্ন জাতের চালের দাম কমেছে, কেজিতে ১ থেকে ৩ টাকা পর্যন্ত। আর সরকারের বিপণন সংস্থা টিসিবির তথ্য মতে, সপ্তাহ ব্যবধানে কমেছে ২ থেকে ৪ টাকা। এদিকে দীর্ঘ সময় পর কমেছে পেঁয়াজের দামের ঝাঁজ। সরবরাহ বেড়েছে, দেশি নতুন পেঁয়াজের। সামান্য দেখা মিলছে, চীন আর মিশর থেকে আমদানি করা পেঁয়াজেরও। আমরা আশা করি চাল এবং পেঁজায়ের মূল্য নিয়ন্ত্রনে সরকার আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও খবর

🔝